সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪১ পূর্বাহ্ন
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালী জেলার চাটখিল প্রেসক্লাব আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, থানা অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম, ওসি (তদন্ত) সাইফুল ইসলাম ভূইয়া, উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি এস এম বাকি বিল্লাহ, এলজিইডির উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মাহফুজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ আহমেদ, চাটখিল পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী কামাল হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মনিরুজ্জামান আনছারী, উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবুল কালাম ও চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শহিদুল ইসলাম নয়ন। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শোয়েব হোসেন বুলুর পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সম্প্রতি প্রয়াত প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক মো. নাসির উদ্দিনের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মফিজুল ইসলাম।
Leave a Reply