সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫২ পূর্বাহ্ন
চাটখিল (নোয়াখালী) সংবাদদাতাঃ নোয়াখালী জেলার চাটখিলে সরাসরি কৃষকের কাছ থেকে ইরি ধান সংগ্রহ শুরু হয়েছে। এই অভিযানে কৃষকের নিকট থেকে প্রতি কেজি ২৬ টাকা অর্থ্যাৎ প্রতি মন ১ হাজার ৪০ টাকা ধরে ধান ক্রয় করা হচ্ছে। কৃষকদের বিক্রিত ধানের অর্থ সরাসরি চলে যাচ্ছে তাদের ব্যাংক একাউন্টে। সরকারের এ কর্মকান্ডে কৃষক আনন্দিত।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলা কৃষি অফিস কৃষকদের ধান ক্রয়ের জন্য উপর্যুক্ততা পরীক্ষা করছে। অনেক ক্ষেত্রে কৃষকের বাড়ীতে বাড়ীতে গিয়ে এ কাজ করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলাম প্রয়োজনে কৃষকের বাড়ীতে গিয়ে ধান পরীক্ষা করেছেন। কৃষকদের নামের তালিকা কৃষি অফিস ও ইউপি চেয়ারম্যাদের সম্বনয়ে করা হয়েছে। কৃষি কার্ডধারী কৃষকগণ তাদের উৎপাদিত ধান বিক্রি করতে পারবেন। তবে এক একজন কৃষক ১২০ কেজি থেকে ১ হাজার ২০০ কেজি পর্যন্ত অর্থ্যাৎ ৩ মন থেকে ১ টন ধান বিক্রি করতে পারবেন। খাদ্যগুদামে ধান বিক্রি করতে আসা কয়েক জন্য কৃষক দালাল ছাড়া ন্যায্যমূলে ধান বিক্রি করতে পেরেছে। এতে তারা বেশ খুশি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম জানান, উপজেলা এ বছর ২৫৬ মেট্রিক টন ধান সরকারী ভাবে ক্রয় করা হবে। ১ পৌরসভা ও ৯ ইউনিয়ন নিয়ে গঠিত চাটখিলে ২৫৬ জন কৃষকের তালিকা প্রনয়ন করা হয়েছে। তবে ধান ক্রয়ে কোন প্রকার অনিয়ম বা দালালের দৌর্যত্ব সহ্য করা হবে না। তিনি এ ব্যাপারে সাংবাদিকদেরও সহযোগিতা কামনা করেন।
Leave a Reply