সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৬ পূর্বাহ্ন
চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা: নোয়াখালী জেলার চাটখিল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত শুক্রবার রাতে থানা পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী মাসুদ আলম প্রকাশ পোড়া মাসুদ (৩৫) কে একটি বিদেশী পিস্তল ও ইয়াবা সহ গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে এস আই জাহাঙ্গীর আলম নিশ্চিন্তপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে ২ রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশী পিস্তল ও ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সন্ত্রাসী পোড়া মাসুদ উপজেলার ইসলামপুর গ্রামের আমির উদ্দিন ব্যাপারী বাড়ীর নুরুল আমিনের ছেলে। তার গ্রেফতারের সংবাদে এলাকার লোকজনের মধ্যে স্বস্তি ফিরে আসে।
থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, সন্ত্রাসী পোড়া মাসুদের বিরুদ্ধে থানায় ১৫টি মামলা রয়েছে। গ্রেফতারের পর অস্ত্র ও মাদক আইনে আরো ২টি মামলা হয়েছে। গতকাল শনিবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply