সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩২ পূর্বাহ্ন
চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা:
নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম তার নির্বাচনী এলাকার ২ পৌরসভা ও ১৬ ইউনিয়নের ১৬২ টি ওয়ার্ডে দুঃস্থ ও অসহায় মহিলাদের মাঝে ১৭ হাজার কাপড় বিতরণ করেছেন। গতকাল সোমবার দুপুরে চাটখিল মহিলা কলেজে কাপড় বিতরণকালে তিনি সাংবাদিকদের জানান, তার নির্বাচনী এলাকার ১৬২টি ওয়ার্ডের প্রত্যেকটি ওয়ার্ডে তিনি নিজে গিয়ে ১০০ পিচ করে কাপড় বিতরণ করেছেন। তিনি ২৯ শে মার্চ থেকে এ কাপড় বিতরণ কর্মসূচী শুরু করেন। বিতরণকালে তার সাথে চাটখিল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, যুবলীগের আহবায়ক বেলায়েত হোসেন ছাত্রলীগের আহবায়ক সালাউদ্দিন সুমন, সোনাইমুড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, সাধারণ সম্পাদক আ ফ ম বাবুল (বাবু) সহ প্রত্যেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা, পৌরসভা ইউনিয়ন ও ওয়ার্ডের আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠন সমূহের নেতাকর্র্মীগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply