সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৯ পূর্বাহ্ন
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালী জেলার চাটখিলে গতকাল মঙ্গলবার দুপুরে চাটখিলের বিভিন্ন বাস কাউন্টারে ভ্রাম্যমান আদালত বিশেষ অভিযান পরিচালনা করেছে। এ সময় কাউন্টারগুলো ৩৫ জন যাত্রী থেকে আদায় করা অতিরিক্ত ভাড়া ফেরত দিয়েছে। ঈদে বাড়িতে আসা লোকজন কর্মস্থলে ফিরতে অতিরিক্ত ভাড়া আদায় ও হয়রানি বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলমের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শান্তনু কুমার দাস এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ঢাকাগামী আল-বারাকা, হিমালয় ও হিমাচল এক্সপ্রেস, চট্টগ্রামগামী বলাকা ও নীলাচল এক্সপ্রেস এর যাত্রীদের নিকট থেকে আদায় করা অতিরিক্ত অর্থ ফেরত দেয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার দাস জানান, প্রাথমিকভাবে যাত্রীদের নিকট থেকে আদায় করা অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হয়েছে। কাউন্টারগুলো অতিরিক্ত অর্থ আদায় এবং যাত্রীদের হয়রানি করলে পরবর্তীতে তাদের বিরুদ্ধে জরিমানা সহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হইবে।
Leave a Reply