সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৩ পূর্বাহ্ন
চাটখিল (নোয়াখালী): নোয়াখালী জেলার চাটখিলের ৩নং পরকোট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম এর মৎস্য খামারে মঙ্গলবার রাতে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এতে খামারের কয়েক হাজার মাছ নিধন হয়েছে এবং ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।
স্থানীয় সূত্র এবং থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, ৩নং পরকোট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম এর ৭ একর জমির উপর পূর্ব পরকোট গ্রামের সরু বাড়ীর রাস্তা সংলগ্ন এবং উত্তর পাশে বিশাল মৎস্য খামার। এখানে বিভিন্ন প্রজাতির মাছের চাষ হয় দীর্ঘদিন থেকে। মঙ্গলবার রাতে শত্রুতা বশতঃ দুর্বৃত্তরা মৎস্য খামারে বিষ প্রয়োগ করে কয়েক হাজার মাছ নিধন করে। এ ব্যাপারে তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
Leave a Reply