সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৮ পূর্বাহ্ন
চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা: ইসলামী ব্যাংক চাটখিল শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ উপলক্ষে গতকাল রোববার বিকেলে ইসলামী ব্যাংক চাটখিল শাখার ম্যানেজার (অপারেশন্স) মো. আমির হোসেন এর সভাপতিত্বে এক সভা উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. দিদারুল আলম, বিশেষ অতিথি ছিলেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, চাটখিল প্রেসক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান। সভায় বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন প্রকল্পের জোন প্রধান মো. নাছির উদ্দীন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সাঈদুর রহমান, মো. শিহাব উদ্দীন, সফিকুল ইসলাম মজুমদার প্রমূখ। সভা শেষে পল্লী উন্নয়ন সদস্যদের প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত মেধাবী সন্তানদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
Leave a Reply