সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৯ পূর্বাহ্ন
চাটখিল সংবাদদাতা: চাটখিল উপজেলার পরকোট সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে গত রোববার দুপুরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব উদ্বোধন করা হয়। এ উপলক্ষে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সরোয়ার আলমের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নাসিমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহাদাত হোসেন, এম মনিরুল হক, মোস্তাফিজুর রহমান। সভা পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন। বিদ্যালয়ে ছাত্র/ছাত্রীদের ইংরেজি বিষয়ে পারদর্শী করে তোলার লক্ষ্যে এ ক্লাব উদ্বোধন করা হয়। সপ্তাহের ১ দিন ছাত্র/ছাত্রীদের ইংরেজি বিষয়ে পারদর্শী করে তোলার লক্ষ্যে এ ক্লাব কার্যকর ভূমিকা পালন করবে বলে প্রধান অতিথি নাসিমা আক্তার জানান।
Leave a Reply