রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৪৬ পূর্বাহ্ন
রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগরপাড়ায় ভারী বর্ষণে পাহাড় ধসে দুজন মারা গেছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে রাঙামাটি-বান্দরবান সড়কের রাইখালী এলাকায় সড়কে চলমান অটোরিকশার ওপর পাহাড় ধসে পড়লে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন অতল বড়ুয়া ও সুজয়া মং মারমা। দুর্ঘটনার পর থেকে রাঙামাটি-বান্দরবান সড়কের রাইখালী এলাকায় যান চলাচল বন্ধ আছে। ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা আবু বকর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে আছি। উদ্ধার অভিযান চলছে।’
রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে উদ্ধারকাজের জন্য ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের লোকজন পাঠানো হয়েছে।
Leave a Reply