সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০২ পূর্বাহ্ন
ডেইলি চাটখিল খবর ডেস্ক: জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার সকালে চাটখিল উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আবদুল হালিম তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
মত বিনিময় সভায় তিনি সপ্তাহ ব্যাপী মৎস্য কর্মসূচী পালনের কথা তুলে ধরেন। কর্মসূচীর মধ্যে রয়েছে ১৭ জুলাই উপজেলা ব্যাপী মাইকিং এর প্রচারণা, ১৮ জুলাই উপজেলা সদরে র্যালী, ১৯ জুলাই বিশেষ আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন, ২০ জুলাই ফরমালিন বিরোধী অভিযান ও মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, ২১ জুলাই মাছ চাষ আলোচনা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন, ২২ জুলাই হাট-বাজারে/ জনবহুল স্থানে মৎস্য চাষ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন, ২৩ জুলাই উপজেলায় পোনা মাছ অবমুক্তকরণ মূল্যায়ন, পুরষ্কার ও সমাপনী অনুষ্ঠান।
মৎস্য সপ্তাহ উদযাপনের সকল কর্মসূচী সফল করার জন্য ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আবদুল হালিম সকলের সহযোগিতা চেয়েছেন।
মতবিনিময় সভায় চাটখিল প্রেসকাব সভাপতি মো. হাবিবুর রহমান সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply