সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
চাটখিলে একজন যুবকের আত্মহত্যাকে কেন্দ্র করে প্রবাসীর ঘরে হামলা ভাংচুর, প্রবাসীর স্ত্রী সহ স্বজনদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে চাটখিল থানায় প্রবাসীর স্ত্রী ছায়েরা বেগমের দায়ের করা অভিযোগে এ ঘটনা জানা যায়।
অভিযোগে আরো জানা যায়, চাটখিল উপজেলার নোয়াখলা গ্রামের আশরাফ আলী আমিনের বাড়ির মৃত হুমায়ন কবিরের ছেলে ফয়সাল গত ৩০ জুন গভীর রাতে আত্মহত্যা করে। পরের দিন ১ জুলাই রবিবার চাটখিল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে। কিন্তু এ ঘটনাকে কেন্দ্র করে আত্মহত্যাকারী ফয়সালের ভগ্নিপতি দুলাল একই এলাকার জাহিদ বকশী, মোরশেদ, মিলন বকশীসহ ঐ বাড়ির প্রবাসী ইউছুফের ঘরে হামলা করে দরজাÑজানালা ভাংচুর করে, ইউছুফের মা ও মাদ্রাসা পড়–য়া ছোট ছেলে সাব্বির হোসেনকে মারধর করে। ইউছুফের স্ত্রী তার বোনের মেয়েকে রক্ত দেওয়ার জন্যে সোনাইমুড়ী যায়। এদিকে সন্ত্রাসীরা তাদের ফেইসবুক আইডিতে প্রবাসী ইউছুফের স্ত্রী ছায়েরা বেগম, বিবাহিত মেয়ে সাথী আক্তার ও পুত্রবধু হালিমা আক্তারের ছবি দিয়ে বিশ্রী ভাষায় গালমন্দ লেখে পোস্ট করে। মানÑসম্মান এবং প্রাণনাশের ভয়ে প্রবাসীর স্ত্রী এখন পালিয়ে বেড়াচ্ছেন। হামলাকারীরা ফয়সালের আত্মহত্যার জন্যে প্রবাসীর স্ত্রীকে দায়ী করে এসব ঘটনা ঘটায় বলে জানা যায়।
এ ব্যাপারে চাটখিল থানার অফিসার ইনচার্জ ইমাউল হক জানান, ঘটনা তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply