সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১০ পূর্বাহ্ন
ডেইলি চাটখিল খবর ডেস্ক: চাটখিল পৌর শহরের বিশিষ্ট ব্যবসায়ী আইডিয়াল ফার্মেসীর স্বত্ত¡াধিকারী, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির চাটখিল উপজেলা শাখার সাবেক সভাপতি ডাঃ শহীদ উল্যা (৬৮) মঙ্গলবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে—————রাজেউন)।
তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন। বুধবার সকালে চাটখিল পৌর শহরের সুন্দরপুর চুয়ানী মার্কেট মসজিদ মাঠে জানাজা শেষে তার মরদেহ সুন্দরপুরের তার বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তার মৃত্যুতে চাটখিল প্রেসকাব সভাপতি মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক শোয়েব হোসেন বুলু, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির চাটখিল উপজেলা শাখার সভাপতি বজলুর রব ও সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম পাটোয়ারী গভীর শোক প্রকাশ করে তার বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করেন।
Leave a Reply