শুক্রবার, ২৫ Jul ২০২৫, ১২:০০ অপরাহ্ন
ডেইলি চাটখিল খবর ডেস্ক: চাটখিল পৌর শহরের কাঁচা বাজারের দক্ষিণ-পূর্ব পাশের ধামালিয়া মৌজার প্রায় ৩ শতাধিক পরিবার দীর্ঘদিন থেকে যাতায়াতে মারাত্মক দুর্ভোগ পোহাচ্ছে। পরিকল্পিত রাস্তার অভাবেই এ সমস্যার সৃষ্টি হয়েছে। এসব সমস্যার সমাধানের দাবীতে সোমবার দুপুরে এলাকাবাসী মানববন্ধন করেছে।
এলাকাবাসী জানান, এখান দিয়ে চলাচলের প্রধান রাস্তাটি এক সময় ১৫ ফুট প্রস্থ ছিল। ধীরে ধীরে কাঁচা বাজারের ফুটপাতের ব্যবসায়ীদের অবৈধ দখলের কারণে এখন রাস্তাটি ৫ ফুটে এসে দাড়িয়েছে। এছাড়া চাটখিল পৌরসভার নির্মাণাধীন কাঁচা বাজার মার্কেটের পেছনের অংশ নির্মাণ করতে গিয়ে রাস্তার কিছু অংশ মার্কেটের ভিতরে ঢুকে যায়। অন্যদিকে পল্লী বিদ্যুতের পিলার রাস্তার উপর স্থাপন করায় রাস্তাটি দিয়ে যানবাহন চলা তো দূরের কথা মানুষজনও চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে।
এ ব্যাপারে ঐ এলাকার বাসিন্দা চাটখিল পৌরসভার প্রথম চেয়ারম্যান নাসির উদ্দিন ভূঞা অভিযোগ করে বলেন, অপরিকল্পিতভাবে স্থাপনা নির্মাণ করার কারণে এলাকাবাসীর চলাচলের রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। তিনি আরো বলেন, কোন কারণে অগ্নিকান্ডের দুর্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের গাড়ি এবং কেউ অসুস্থ হলে এ্যাম্বুলেন্স ঢুকার মতো অবস্থা এখানে নেই। তাই এই এলাকার লোকজন সবসময় আতঙ্কে দিন কাটাচ্ছেন।
তিনি এই সমস্যার সমাধানের জন্য স্থানীয় এমপি মহোদয়, উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রের দৃষ্টি আকর্ষণ করেছেন।
Leave a Reply