সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৬ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী): নোয়াখালী জেলার চাটখিল উপজেলা পরিষদের উদ্যোগে এবং স্থানীয় সংসদ সদস্যের পৃষ্ঠপোষকতায় বুধবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভিটিজিং, বাল্যবিবাহ এবং নারী নির্যাতন নির্মূলে পেশাজীবিদের সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলার জেলা প্রশাসক তন্ময় দাস, পুলিশ সুপার আলমগীর হোসেন, চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, পৌর সভার মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়ারী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার রোজি, ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক রেজ্জাকুল হায়দার, ইউপি চেয়ারম্যান এস এম বাকী বিল্লাহ, পাঁচগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহবুব হোসেন তরুণ, চাটখিল প্রেসকাবের সাধারণ সম্পাদক শোয়েব হোসেন ভুলু।
সমাবেশে উপজেলার সকল মসজিদের ইমাম, সাংবাদিকবৃন্দ, স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধানগণ ও পরিচালনা পরিষদের সভাপতি, স্থানীয় জনপ্রতিনিধি, নিকাহ রেজিষ্ট্রার সহ বিভিন্ন পেশার ১ সহস্রাধিক লোক সমাবেশে অংশগ্রহণ করে। সমাবেশে উপস্থিত সবাই মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী নির্যাতন প্রতিরোধ ও দুর্নীতির বিরুদ্ধে শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক তন্ময় দাস।
Leave a Reply