সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী): চাটখিল থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে গত শুক্র ও শনিবারে চাটখিলের বিভিন্ন এলাকা থেকে ৭ জনকে গ্রেফতার করেছে। এ সময় এদের কাছ থেকে পুলিশ ১৫৭ পিচ ইয়াবা উদ্ধার করেছে।
থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা হচ্ছে চাটখিল উপজেলার রমাপুর গ্রামের আবদুল ওয়াদুদের ছেলে মোঃ আশরাফ (২৫), প্রসাদপুর গ্রামের আবদুল আলীর ছেলে মোঃ শাহিন (৩০), উত্তর রামদেবপুর গ্রামের নুর আলমের ছেলে মোঃ রফিকুল ইসলাম (৩৮), কড়িহাটি গ্রামের শাহ আলমের ছেলে মোঃ রিয়াদ (২৪), রেজ্জাকপুর গ্রামের আবদুল কাদেরের ছেলে মোঃ শাহিন (২৯), চাঁদপুর জেলার হাজীগঞ্জের নিতাই চন্দ্রের ছেলে সাগর চন্দ্র (২২), রামগঞ্জ উপজেলার করপাড়া গ্রামের আবুল কালামের ছেলে মোঃ মহিন উদ্দিন (২১)।
চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply