সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২৪ পূর্বাহ্ন
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
চাটখিলে ডাঃ জেবুন্নেছা হাসপাতাল, ডাক্তার, নার্স ও মালিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাওয়া গেছে।
চাটখিল বাজার বদলকোট রোড আল-দুবাই মার্কেটে এ হাসপাতালটি প্রতিষ্ঠার পর থেকে নানাহ কেলেংকারীতে জড়িত। এর মালিক নুর মোহাম্মদ হান্নান নিজেই বিভিন্ন অপকর্মের সাথে জড়িত।
এ হাসপাতালটির আগে নাম ছিল ডায়াবেটিস হাসপাতাল। আবাসিক ডাক্তার ছিলেন জেবুন্নেছা, তখন নুর মোহাম্মদ হান্নান হাসপাতালের ম্যানেজার ছিলেন। এরই সুবাধে হান্নান ডাঃ জেবুন্নেছার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। অবশেষে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে হাসপাতালের নাম পরিবর্তন করে ডাঃ জেবুন্নেছা নামকরণ করে, সেবার নামে মানুষকে জবা শুরু করে। যার কারণে জনতা কয়েকবার হামলা করে হাসপাতালে। কিছুদিন আগে ডাঃ জেবুন্নেছার উলঙ্গ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। গত ১২ জুলাই নোয়াখালী সিভিল সার্জন বরাবর একটি অভিযোগ দায়ের করেন, চাটখিলের পরকোট গ্রামের ভুক্তভোগী শিউলী আক্তারের ভাই পারভেজ আলম রুবেল।
অভিযোগে জানা যায়, তার বোনের প্রসব বেদনা দেখা দিলে ডাঃ জেবুন্নেছা হাসপাতালে ভর্তি হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বিনা কারণে নানাহ পরীক্ষা-নিরিক্ষা দিয়ে অনেক টাকা হাতিয়ে নেয়। মূলত কোন পরীক্ষাই করা হয়নি, সম্পূর্ণ ভূয়া রিপোর্ট প্রদান করে। তাকে ভুল সিজার করার কারণে বর্তমানে শিউলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জীবন-মৃত্যুর প্রহর গুনছে।
ব্যাপারে নোয়াখালী জেলা সিভিল সার্জন ডাঃ বিধান চন্দ্র রায়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply