সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৪ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী): জাতীয় বৃক্ষ সপ্তাহ-২০১৯ উপলক্ষে চাটখিল উপজেলা কৃষি অধিদপ্তর উপজেলা পরিষদ মাঠে তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার আয়োজন করে।
এ উপলক্ষে বুধবার বিকেলে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, মহিলা ভাইস চেয়ারম্যান রোজি শাহিন। বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. সিরাজুল ইসলাম ও উপ-সহকারী কৃষি অফিসার বেনজীর আহমেদ।
সভা শেষে প্রধান অতিথি কৃষকদের মাঝে ফলদ চারা বিতরণ করেন এবং মেলার উদ্বোধন করেন। কৃষি অফিসার সিরাজুল ইসলাম জানান, তিন দিন ব্যাপী এই মেলায় ১১টি স্টল রয়েছে। স্টলগুলোতে বিভিন্ন জাতের ফলের চারা রয়েছে। যা সুলভ মূল্যে বিক্রি করা হবে।
Leave a Reply