সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৯ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী): চাটখিলে কথিত ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হওয়ার অভিযোগে রোগীর আত্মীয়-স্বজনরা কথিত ডাক্তারের চেম্বার ভাংচুর করে। এই ঘটনার পর থেকে কথিত ডাক্তার জুলফু মিয়া ফিরোজ পলাতক রয়েছে।
স্থানীয় ও রোগীর স্বজন সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে উপজেলার রেজ্জাকপুর চকিদার বাড়ির সিরাজুল ইসলামের স্ত্রী লাখী আক্তার (৪৮) এর বুকের ব্যথা শুরু হলে রোগীর স্বজনরা তাকে চাটখিল পৌরশহরের আজিজ সুপার মার্কেটস্থ চাটখিল ডায়াবেটিস এন্ড প্যাথলজি সেন্টারে নিয়ে আসে। সেখানে পরিচালক জুলফু মিয়া ফিরোজ তাকে ৪টি ইনজেকশান পুষ করে রোগীকে বাড়িতে পাঠিয়ে দেয়। রোগী বাড়ি যাওয়ার পর থেকে সম্পূর্ণ শরীরে জ¦ালা যন্ত্রণা অনুভব করতে থাকে। এক পর্যায়ে রোগীর অবস্থা ক্রমান্বয়ে খারাপের দিকে গেলে রাত সাড়ে ৮ টার দিকে রোগীকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনা শুনে ফিরোজ চেম্বার বন্ধ করে পালিয়ে যায়। রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে তার চেম্বার ভাংচুর করে।
খোঁজ খবর নিয়ে জানা যায়, ফিরোজ এস.এস.সি পাস না করেও নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে প্রতারণা করে আসছে। গত ২ বছর আগে ভ্রাম্যমান আদালত তার এই প্রতারণার জন্য তাকে ৩ মাসের সাজা দেয়। সাজা খেটে এসে আবারও প্রতারণার মাধ্যমে ব্যবসা শুরু করে। উল্লেখ্য গত প্রায় ১ বছর আগে হাইকোর্ট এমবিবিএস ডাক্তার ছাড়া আর কেউ নামের সাথে ডাক্তার লিখতে পারবে না রায় দিলেও হাইকোর্টের নির্দেশ অমান্য করে ফিরোজ তার নামের সাথে ডাঃ যোগ করে নিজেকে এমবিবিএস পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছে। পলাতক ফিরোজের মোবাইল ফোনে একাধিকবার কথা বলার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
এই ব্যাপারে চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, এই ব্যাপারে এখনো কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলেই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply