সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৩ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী): নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের এমপি এইচ এম ইব্রাহিম গত রোববার সকাল ১১টায় আকস্মিকভাবে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরিদর্শন কালে ১২জন ডাক্তারের মধ্যে ১০জনকে অনুপস্থিত পেয়ে চরম ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করে বলেন, সারাদেশে ডেঙ্গুর প্রকোড দেখা দেওয়ায় সরকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডাক্তার, নার্স ও সকল কর্মকর্তা-কর্মচারিদের ছুটি বাতিল করে। সরকারের নির্দেশ অমান্য করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তাদের আচরণে সত্যি আমি অভাক হয়েছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে তিনি এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে অনুপস্থিত ডাক্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন। তিনি রোববার সকাল সাড়ে ১১টায় উপজেলা সভা কক্ষে ধর্ম মন্ত্রণালয় কর্তৃক মসজিদ, মন্দির ও এতিম খানায় অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ দিদারুল আলমের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু, মহিলা ভাইস চেয়ারম্যান রোজি শাহিন, চাটখিল প্রেসকাব সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ শোয়েব হোসেন বুলু, ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল সোহাগ, উপজেলা যুবলীগ আহবায়ক বেলায়েত হোসেন, ছাত্রলীগ যুগ্ম আহবায়ক রাজিব হোসেন রাজু ও চেক প্রাপ্ত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ।
চেক প্রদান শেষে এইচ এম ইব্রাহিম এমপি উপজেলা পরিষদের দীঘিতে মাছের পোনা অবমুক্ত করেন।
Leave a Reply