সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৭ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী): চাটখিল উপজেলার ৫নং মোহাম্মদপুর ইউনিয়নের কুলশ্রী গ্রামের ব্যবসায়ী মোঃ শাহ আলম (৫৮) কে মঙ্গলবার গভীর রাতে মোবাইল ফোনে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে নিহত ব্যবসায়ীর ছেলে মোঃ শওকত বাদী হয়ে চাটখিল থানায় মামলা দায়ের করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কুলশ্রী পাটোয়ারী বাড়ীর ব্যবসায়ী মোঃ শাহ আলমকে মঙ্গলবার রাত আনুমানিক ১ টার দিকে কে বা কারা তার মুঠোফোনে ফোন করলে তিনি ঘর থেকে বের হয়ে যান। রাত ২ টায় ও তিনি ঘরে না ফিরলে তার মেয়ে শারমিন আক্তার বাবার মুঠোফোনে ফোন করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। তারপর থেকে তাকে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি করতে থাকে। সকালে কুলশ্রী গ্রামের মোটা মৌলভী কবরস্থানের পাশে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় ৫নং মোহাম্মদপুর ইউনিয়ন পূর্বাঞ্চল আওয়ামীলীগ সভাপতি জহিরুল ইসলাম হেলাল জানান, নিহত ব্যবসায়ী শাহ আলম ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ছিলেন। তিনি দীর্ঘ ৩৫ বছর কুলশ্রী গ্রামের ছক্কা মিঞার বাড়ীর সামনে মুদি ও হোটেল ব্যবসা করে আসছিলেন। তার সাথে বেশ কয়েকজনের মোটা অঙ্কের টাকার লেনদেন ছিল। এ হত্যাকান্ডের পেছনে লেনদেনের যোগসূত্র থাকতে পারে। তবে যে বা যাহারা তার হত্যাকান্ডের সাথে জড়িত আমরা তাদের বিচার চাই।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, ব্যবসায়ী শাহ আলমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে তিনি ধারণা করছেন। তবে ময়নাতদন্তের পর কিভাবে হত্যা করা হয়েছে তা জানা যাবে এবং হত্যার রহস্য ও হত্যাকারীদের গ্রেফতার করার জন্য পুলিশ জোর প্রচেষ্টা চালাচ্ছে।
Leave a Reply