সোমবার, ১৪ Jul ২০২৫, ১১:১০ অপরাহ্ন
ডেইলি চাটখিল খবর ডেস্ক: চাটখিল উপজেলার ৫নং মোহাম্মদপুর ইউনিয়নের কুলশ্রী গ্রামের ব্যবসায়ী হত্যাকান্ডের সাথে জড়িত ২ জনকে চাটখিল থানা পুলিশ বুধবার রাতে কুলশ্রী গ্রাম থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে আলমের পাশর্^বর্তী বাড়ীর প্রবাসী শাহ আলমের স্ত্রী ইয়াছমিন আক্তার (৩৮) ও তার ছেলে ইয়াছিন আরাফাত শান্ত (২১)।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা গত বৃহস্পতিবার ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে তারা বলেন, ব্যবসায়ী আলম গ্রেফতারকৃত ইয়াছমিনকে নিয়মিত যৌন হয়রানি করতেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী তিনি আলমকে কৌশলে গত মঙ্গলবার রাত ১ টার দিকে ফোন করে তার ঘরে আসার জন্য বলেন। পথে আগ থেকে ওত পেতে থাকা ইয়াছমিনের ছেলে ইয়াছিন আরাফাত ও তার এক বন্ধু আলম তাদের বাড়িতে আসার পথে তার মাথায় আঘাত করে তাকে হত্যা করে লাশ ফেলে রেখে চলে যায়।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাত আনুমানিক ২ টার দিকে ব্যবসায়ী আলমকে হত্যা করা হয়। পরদিন সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে।
Leave a Reply