সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫০ পূর্বাহ্ন
ডেইলি চাটখিল খবর ডেস্ক: চাটখিল থানা পুলিশ আজ শনিবার দুপুরে উপজেলার খালিশপাড়া আলাউদ্দীন ভূঁইয়া কাওমি মাদ্রাসার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক মাসুদুর রহমান (২৫) কে গ্রেফতার করেছে।
এ ব্যাপারে ছাত্রের বাবা মোঃ বাবুল বাদী হয়ে চাটখিল থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ গ্রেফতারকৃত শিক্ষককে আদালতে প্রেরণ করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, খালিশপাড়া আলাউদ্দীন ভূঁইয়া কাওমি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র মোঃ ফয়সাল (১১) কে শিক্ষক মাসুদুর রহমান গত বেশ কয়েক দিন থেকে বলাৎকার করে আসছিল। ফয়সাল বিষয়টি তার অভিভাবক সহ অন্যদের জানালে স্থানীয় লোকজন অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়।
এ ব্যাপারে চাটখিল থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম ভূঞার সাথে কথা বললে তিনি জানান, গ্রেফতারকৃত শিক্ষককে কোর্টে এবং ছাত্রকে মেডিকেল পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply