সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২৪ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী): নোয়াখালীর চাটখিলে বিদ্যুৎ স্পৃষ্টে মো. মুরাদ হোসেন পুতুল (২৮) নামে এক ইলেকট্রিক মিস্ত্রীর মৃত্যু হয়েছে।
উপজেলার কড়িহাটি বাজারের একটি দোকানে বিদ্যুতের কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎ স্পৃষ্টে এই ইলেকট্রিক মিস্ত্রীর মৃত্যু হয়।
রোববার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত পুতুল উপজেলার কড়িহাটি গ্রামের মৃত মজিবুল হকের ছেলে।
স্বজনরা জানিয়েছেন, দুপুরের দিকে কড়িহাটি বাজারের একটি দোকানে বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পুতুল মারাত্মক আহত হন। পরে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
স্থানীয়রা জানিয়েছেন . মাত্র ১৩ দিন আগে পুতুলের মা মারা যান। মায়ের মৃত্যুর মাত্র ১৩ দিন পর টগবগে তরুণ ছেলে পুতুলের মৃত্যুতে স্থানীয় এলাকাবাসী ও তাঁর স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ হয়নি।
Leave a Reply