সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫১ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী): নোয়াখালী জেলার চাটখিলের ৬নং পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে প্রার্থী আলহাজ্ব সৈয়দ মাহামুদ হোসেন তরুন। প্রতিদ্বন্ধিতার জন্য আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত দলীয় মনোনয়ন পত্র পেয়েছেন তিনি।
তরুন চাটখিল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। ১১ জুন এই ইউনিয়নের চেয়ারম্যান বজলুল করিম বাবুলের মৃত্যুতে এই পদটি খালি হয়।
নির্বাচন কমিশন এই ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করেছেন। তফসিল অনুযায়ী ১২ সেপ্টেম্বর মনোনয়ন পত্র দাখিল, ১৫ সেপ্টেম্বর যাচাই-বাচাই, ২২ সেপ্টেম্বর প্রত্যাহার, ২৩ সেপ্টেম্বর প্রতীক বন্টন এবং ১৪ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হইবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহাজাহান মামুন এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
Leave a Reply