সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৯ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী): শনিবার দুপুরে চাটখিল উপজেলা পরিষদ মাঠে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমকে নোয়াখালী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মনোনীত করায় তার সম্মানে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
চাটখিল পৌরসভার মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি খায়রুল আলম সেলিম।
সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও নোয়াখালী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলা লিটন ও আওয়ামীলীগ নেতা সুপ্রিম কোর্টের এডভোকেট আবদুর নুর দুলাল।
সভায় বক্তরা জাহাঙ্গীর আলমকে অভিনন্দন জানিয়ে নোয়াখালী জেলার উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
সভা পরিচালনা করেন চাটখিল উপজেলা সমবায় সমিতির চেয়ারম্যান মিজানুর রহমান (ভি.পি মিজান)।
Leave a Reply