সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২৬ পূর্বাহ্ন
দৈনিক চাটখিল খবর ডেস্ক: দক্ষিণ আফ্রিকার পাশের দেশ মোজাম্বিকের মুকুবা শহরের পাশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আরাফাত (২০) ও আল-আমিন (২২) নামে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর একটায় এ ঘটনা ঘটেছে।
নিহত দুই ভাইয়ের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পাটোয়ারি বাড়ি। তাদের বাবার নাম সালেহ আহম্মেদ। দুই ভাইয়ের এক সঙ্গে মর্মান্তিক মৃত্যুতে গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের স্বজনদের মাঝে চলছে শোকের মাতম।
এ ঘটনায় দুই মোজাম্বিক নাগরিকসহ মোট চারজন ঘটনাস্থলে নিহত হয় এবং আরও তিন বাংলাদেশি মারাত্মক আহত হয়।
Leave a Reply