সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৮ পূর্বাহ্ন
দৈনিক চাটখিল খবর ডেস্ক: চাটখিল থানা পুলিশ গত রোববার রাতে চাটখিল পৌর শহরে অভিযান চালিয়ে খোকন ভিডিও গলির হানিফ মিয়া বিল্ডিং এর ৩য় তলা থেকে ৪ জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতার করেছে। এ সময় পুলিশ তাদের কাছ থেকে ১৯ হাজার টাকা উদ্ধার করেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে চাটখিল পৌরসভার চাটখিল গ্রামের কাজী আবদুল হাকিমের ছেলে মো. ফজলুল করিম (৪৫), আবুল বাসারের ছেলে আশরাফুল আজিম রুবেল (৪২), কাজী হাবিবুর রহমান (হাবিব বিএসসি) এর ছেলে মো. সুমন (৪১) ও ফতেপুর গ্রামের জালাল আহাম্মদের ছেলে কামাল হোসেন (৪৬)।
চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, গ্রেফতারকৃত জুয়াড়িদেরকে সোমবার সকালে কোর্টে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply