সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৮ পূর্বাহ্ন
চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা:
নোয়াখালী জেলার চাটখিলের ৯নং খিলপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুর রহিম (৪০) ও শ্রীপুর গ্রামের যুবলীগ নেতা সবুজ (৩৮) এর বাড়ীতে মঙ্গলবার গভীর রাতে হামলা করেছে একদল সশস্ত্র সন্ত্রাসী। এতে যুুবলীগ নেতা রহিমের স্ত্রীর রহিমা বেগম (২৬) এবং সবুজ আহত হন। রহিমা বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। রহিম বালিয়াধর গ্রামে আফসার আলী বাড়ীর খোরশেদ আলমের ছেলে।
জানা গেছে গভীর রাতে ১০/১২ একদল সশস্ত্র সন্ত্রাসী যুবলীগ নেতা রহিমের ঘরে ডুকে ভাংচুর করে। এসময় সন্ত্রাসীদের হামলায় রহিমা গুরুত্ব আহত হয়। রহিমাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় পরে সেখান থেকে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। এর কিছুক্ষণ পরে সন্ত্রাসীরা শ্রীপুর গ্রামের যুবলীগ নেতা সবুজের উপর হামলা করে আহত করে। এ ঘটনায় এলাকার লোকজনের মাঝে চরম আতঙ্ক ও উত্তেজনা করছে। রহিম জানান তাকে হত্যার উদ্দ্যেশে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী পারভেজ বাহিনীর প্রধান পারভেজ সহ বাহিনীর ১০/১২ জন সদস্য তার উপরে হামলা চালায়। রহিমের বাবা খোরশেদ আলম ঘটনার সময় পারভেজকে সশস্ত্র অবস্থায় দেখতে পান। খবর পেয়ে থানা পুলিশ ঘটনার স্থলে পৌঁছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাউল হক জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ সন্ত্রাসী ঘটনা ঘটেছে। থানায় মামলা হলে জড়িত বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply