সোমবার, ১৪ Jul ২০২৫, ১১:১৮ অপরাহ্ন
ডেইলি চাটখিল খবর ডেস্ক:
নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে পেঁয়াজের মূল্য অতিরিক্ত বিক্রি করায় ৮ ব্যবসায়ীর অর্থ জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট টিনা পাল।
গত বৃহস্পতিবার বিকেলে পৌরবাজারে অভিযান চালিয়ে বাজারের ইমাম ব্রাদার্সের মালিককে ৫ হাজার, মিলন ট্রেডার্সকে ২ হাজার, রাসেল ষ্টোরের ৫ হাজার, দিলিপ এন্ড ব্রাদার্স ৫ হাজার, মোহাম্মদ উল্যাহ স্টোর ১ হাজার, নজরুল স্টোর ৫ হাজার, নূর ব্রাদার্স ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের ২০ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় ইউএনও নিজে দাঁড়িয়ে থেকে ক্রেতাদের সরকার নির্ধারিত মূল্যে পেঁয়াজ কিনার ব্যবস্থা করে দেন।
উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার পর থেকে সারা দেশের মতো সোনাইমুড়ীতেও ৯০ থেকে ১শত টাকা কেজি দরে ব্যবসায়ীরা পেঁয়াজ বিক্রি করতে থাকে। বিষয়টি ইউএনও এর কানে যাওয়া মাত্রই পেঁয়াজের বাজারমূল্য নিয়ন্ত্রণে আনতে ইউএনও টিনা পাল এই অভিযান চালান।
ইউএনও টিনা পাল বলেন, যে সকল ব্যবসায়ী অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করেছে তাদের অর্থদণ্ড দেয়া হয়েছে। অবৈধভাবে কেউ যদি আর পেঁয়াজের দাম বাড়ায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply