রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:১৫ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
নোয়াখালী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম গত শনিবার দিনব্যাপী চাটখিল উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন এবং প্রতিটি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় তিনি বলেন ধর্ম যার যার, উৎসব সবার। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। সরকার সকল ধর্মের মানুষের সহবস্থান নিশ্চিত করেছে এবং সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে দূর্গোৎসব পালিত হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভার মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়ারী, নোয়াখালী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেলাল চৌধুরী, চাটখিল পৌরসভা ওয়ার্ড কাউন্সিলর জসীম উদ্দিন বাবলু ও চাটখিল উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সমীর চক্রবর্তী সহ প্রমুখ।
Leave a Reply