সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৬ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
চাটখিল উপজেলার ৬নং পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন সোমবার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। তবে ভোটারের উপস্থিতি ছিল খুবই কম, কয়েকটি কেন্দ্রে জাল ভোটের অভিযোগ রয়েছে। জাল ভোটের অভিযোগে আবুতোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে পুলিশ ২ জনকে আটক করেছে।
৯টি কেন্দ্রে আওয়ামীলীগ প্রার্থী সৈয়দ মাহামুদ হোসেন তরুন নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮ শত ৪৭ ভোট। তার একমাত্র প্রতিদ্ব›িদ্ব বি.এন.পি নেতা স্বতন্ত্র প্রার্থী ঈমাম হোসেন টিপু আনারস প্রতীকে পেয়েছেন ৭ শত ৭৬ ভোট। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৮ হাজার ৮ শত ৪৭ জন। এদের মধ্যে কাস্টিং ভোটের সংখ্যা ৪ হাজার ৭ শত ১২। কাস্টিং ভোটের হার ৫৩.২৬%।
সন্ধ্যা ৭ টায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মো. শাহজাহান মামুন আওয়ামীলীগ প্রার্থী সৈয়দ মাহামুদ হোসেন তরুনকে বে-সরকারিভাবে নির্বাচিত ঘোষণা করে।
এই দিকে উপজেলা বি.এন.পি’র সভাপতি আনোয়ার হোসেন সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপি হয়েছে। তারা এই ব্যাপারে নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন।
Leave a Reply