সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৩ পূর্বাহ্ন
দৈনিক চাটখিল খবর ডেস্ক:
চাটখিলে দাবিকৃত চাঁদা না দেওয়ায় ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত সোমবার সকালে উপজেলার দেলিয়াই গ্রামের (আব্দুল করিম চেরাং বাড়ীতে) প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় মহিলা সহ ৩ জন গুরুতর আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় হামলাকারীরা বসত ঘর ভাঙ্গচুর করে এবং পল্লী বিদ্যুতের মিটার ভেঙ্গে ফেলে। এ ব্যাপারে আহত পারভীন আক্তার বাদী হয়ে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, উপজেলার দেলিয়াই গ্রামের পারভীন আক্তারের স্বামী নুরুল ইসলামের সাথে একই গ্রামের মনির হোসেন গংদের দীর্ঘদিন থেকে সম্পত্তি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে ইতোপূর্বে একাধিকবার পারভীন আক্তারের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। এ ব্যাপারে পারভীন আক্তার বাদী হয়ে প্রায় ৬ মাস পূর্বে কোর্টে মনির হোসেন এর বিরুদ্ধে সন্ত্রাসী ও চাঁদাবাজীর মামলা দায়ের করেন।
আহত পারভীন আক্তার জানান, কোর্টে মামলা করার পর থেকে মনির হোসেন তাকে মামলা প্রত্যাহার করে নেওয়া এবং তাকে ৪ লাখ টাকা চাঁদা দেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি ধামকি ও সন্ত্রাসী হামলার ভয় দেখায়। তিনি চাঁদা না দেওয়ায় এবং মামলা প্রত্যাহার না করায় সোমবার সকালে মনিরের নেতৃত্বে সন্ত্রাসীরা তার বসত ঘরে হামলা চালিয়ে তাকে ও তার ২ সন্তানকে পিটিয়ে গুরুতর আহত করে এবং ভাঙ্গচুরের ঘটনা ঘটায়। এ সময় তার গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্ণের হার ছিনিয়ে নিয়ে যায়।
এ ব্যাপারে চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ঘটনার তদন্তপূর্বক আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply