সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী) :
চাটখিল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে বার্ষিক শিক্ষা জরিপ-২০১৯ বিষয়ক এক মতবিনিময় সভা মঙ্গলবার বিকেলে ইউআইটিআরসিই চাটখিল কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
ইউআইটিআরসিই এর সহকারী প্রোগ্রামার মো.জহির উদ্দিন এর সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শান্তনু কুমার দাস।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা ভাইস-চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া, চাটখিল মহিলা কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী।
এছাড়াও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চাটখিল কামিল মাদরাসার অধ্যক্ষ মো. মফিজুল ইসলাম, প্রধান শিক্ষক মনিরুজ্জামান আনছারী।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সুপাররা উপস্থিত ছিলেন।
Leave a Reply