সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০২ পূর্বাহ্ন
চাটখিল (নোয়াখালী )প্রতিনিধি :
চাটখিল পৌর বাজার দিঘীটি দীর্ঘদিন ধরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে রয়েছে। কচুরিফেনা সহ ঝোপ জংগলে ভরে রয়েছে। এছাড়া দিঘীর দক্ষিণ পাড়ের মাছ ব্যবসায়ীরা মাছ বাজারের সকল আবর্জনা নিয়মিত ফেলছে। এগুলো পঁচে গলে দিঘীর পানি দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষিত করছে। দিঘীর পাড়ের ব্যবসায়ীরা সহ বাসা বাড়ির লোকজন এর দুর্গন্ধের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, এক একরের বেশি এই দিঘীটির তিন পাড়ে তিনটি ঘাটলার ব্যবস্থা ছিল। তখন বাজারের ব্যবসায়ী সহ বাজারে আসা লোকজন দিঘীটির পানি স্বাচ্ছন্দে ব্যবহার করতেন। কালক্রমে কিছু প্রভাবশালী লোকজন দুটি ঘাট দখল করে দোকান ঘর নির্মাণ করেন। তখন থেকে পর্যায়ক্রমে দিঘীটির পানি ব্যবহার থেকে ব্যবসায়ী এবং বাজারে আসা লোকজন বঞ্চিত হয় এবং দিঘীটির সংস্কার কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় দিঘীটি বেহাল অবস্থায় পড়ে আছে। এ অবস্থায় দিঘীটি সংস্কারের জন্য জেলাÑউপজেলা প্রশাসনের কাছে ব্যবসায়ীরা আবেদনÑনিবেদন করলে প্রতিশ্রুতি দিয়ে তারা প্রতিশ্রুতি রক্ষা করেনি। গত মাসে চাটখিল পৌর বাজারে অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে যাওয়ার পর ব্যবসায়ীরা স্বোচ্ছার হয়ে উঠে এবং দিঘীটি সংস্কারের জন্য এবার শতাধিক ব্যবসায়ী পৌর মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোয়ারীর কাছে লিখিত আবেদন করেন।
ব্যবসায়ী নেতা মাষ্টার হারুন অর রশিদ বলেন, অগ্নিকান্ডের সময় দমকল বাহিনী যথাসময়ে ঘটনাস্থলে এলেও ঘাটের অভাবে দ্রুত পানি সরবরাহ করতে না পারায় ৯টি দোকান পুড়ে ছাই হয়েছে। তিনি ঘাটগুলো পুনঃ উদ্ধার পূর্বক দিঘীটি সংস্কারের জন্য জোর দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে পৌর মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোয়ারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
Leave a Reply