সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪২ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস এ্যাসোসিয়েশন (ফারিয়া) চাটখিল উপজেলা শাখা গত শনিবার দুপুরে চাটখিল প্রেসকাবের সামনে ৫ দফা দাবীতে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। উপজেলা শাখার সভাপতি হাসান মোহাম্মদ তারেক এতে সভাপতিত্ব করেন।
মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বি.এম এর সভাপতি ডা. এম এ নোমান। বিশেষ অতিথি ছিলেন চাটখিল পৌরসভার প্যানেল মেয়র আহসান হাবীব সমীর। বক্তব্য রাখেন ফারিয়ার উপদেষ্টা নজির আহম্মদ হারুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন ও মিজানুর রহমান।
বক্তরা বলেন, সারাদেশে ২ লক্ষ ৩০ হাজার কর্মী ঔষধ কোম্পানিগুলোর মাঠপর্যায়ে বিভিন্ন পদে কর্মরত রয়েছেন। এদের চাকুরির কোন নিশ্চিয়তা নেই এবং কোন নীতিমালা নেই। কোম্পানিগুলো যখন তখন যাকে ইচ্ছা তাকে বহিষ্কার করে। তাই এদের চাকুরির নিশ্চয়তাসহ একটি নীতিমালা প্রণয়ন এবং বেতনভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবী মেনে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জোর দাবী জানান।
Leave a Reply