রবিবার, ২৭ Jul ২০২৫, ১১:০৬ অপরাহ্ন
দৈনিক চাটখিল খবর ডেস্ক:
চাটখিলে ইসলামী আন্দোলন এর উদ্যোগে ভোলার বোরহানউদ্দিন উপজেলাতে ফেসবুকে নবীজি (স:) কে অবমাননাকর পোস্টকে কেন্দ্র করে প্রতিবাদে মুসুল্লিদের বিক্ষোভ মিছিলে হামলায় নিহত আহত হবার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে এক বিক্ষোভ সমাবেশ পুলিশের ব্যরিকেডে সংক্ষিপ্ত আকারে পালন করা হয়।
শুক্রবার বা’দ আসর উপজেলা সদরে এই বিক্ষোভের ডাক দিয়েছিল চরমোনাই পীর সাহেব প্রতিষ্ঠিত ধর্ম ভিত্তিক রাজনৈতীক দল ইসলামী আন্দোলন চাটখিল উপজেলা শাখা । কিন্ত পুলিশ নিরাপত্তার অজুহাতে চাটখিল বাজারস্থ আনিতাশ পেট্রোল পাম্পে সীমিত আকারে কর্মসুচী পালন করতে শর্ত দেয়।
সীমিত আকারে দ্রুত বিক্ষোভ শেষ করে সংক্ষিপ্ত বক্তব্য শেষে বিক্ষোভ কর্মসূচী শেষ করে দলটি।
Leave a Reply