সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২৮ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
চাটখিল উপজেলার খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বৃহস্পতিবার বিকেলে খিলপাড়া হাইস্কুল মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ক্লাবের সভাপতি মামুন হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ হাসান।
বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের উপ-পরিচালক ড. গাজী গোলাম মাওলা বুলবুল, বিশিষ্ট লেখক রুহুল আমিন বাচ্চু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শান্তুনু কুমার দাস, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, ছাত্রলীগ নেতা সালাউদ্দিন সুমন ও কাবের কর্মকর্তা জসিম উদ্দিন প্রমূখ।
সভায় বক্তারা ব্লাড ডোনেট ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত ১ হাজার ৩ শত ৮০ জনকে রক্তদান করার কথা উল্লেখ করে বলেন ব্লাড ডোনেট ক্লাব নোয়াখালী জেলার মধ্যে অন্যতম ব্লাড ডোনেট ক্লাব হিসেবে স্থান করে নিয়েছে। বক্তারা ক্লাবের এ কার্যক্রম অব্যাহত রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply