সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:০৭ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
সন্ত্রাস, মাদক, ইভটিজিং সহ সমাজের সকল ধরনের অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশিং এর দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার দুপুরে চাটখিল থানা প্রাঙ্গণে উপজেলা কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি বিল্লাল চৌধুরী।
সমাবেশে বক্তব্য রাখেন চাটখিল পৌরসভার মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়ারী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, চাটখিল প্রেসকাবের সভাপতি মো. হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, ইউপি চেয়ারম্যান বাকী বিল্লাহ, পৌর কাউন্সিলর মমিনুল ইসলাম দুলাল, আহসান হাবীব সমীর ও আহসান হাবীব হাছান প্রমূখ। এছাড়া সমাবেশের শুরুতে কমিউনিটি পুলিশিং এর উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে স্বাগত বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম। বক্তারা সামাজিক নিরাপত্তার জন্য কমিউনিটি পুলিশিং এর গুরুত্ব তুলে ধরে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
সমাবেশে উপজেলা ও পৌরসভা কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ, পৌর কাউন্সিলরবৃন্দ, ইউপি চেয়ারম্যান ও মেম্বারবৃন্দ, গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সমাবেশ পরিচালনা করেন উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক মনির হোসেন কচি।
সমাবেশে শুরুর আগে কমিউনিটি পুলিশিং এর এক র্যালী চাটখিল পৌরশহর পদক্ষিণ করে।
Leave a Reply