সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২৪ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
জাতীয় সমাজতান্ত্রিক দল জে.এস.ডি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে চাটখিল পৌর শহরের ভীমপুর হাইস্কুল মিলনায়তনে উপজেলা জে.এস.ডি’র উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জে.এস.ডি’র সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমান।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জে.এস.ডি’র সভাপতি এম এ জলিল চেয়ারম্যান। বিশেষ অতিথি ছিলেন জেলা জে.এস.ডি’র সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাষ্টার, জেলা জে.এস.ডি’র সাধারণ সম্পাদক এড. কাউচার নিয়াজী।
সভায় বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জে.এস.ডি’র সাংগঠনিক সম্পাদক নুর রহমান চেয়ারম্যান, গণতন্ত্রী পার্টির জেলা নেতা সমীর চক্রবর্তী, সদর উপজেলা জে.এস.ডি’র আহবায়ক আমির হোসেন বিএসসি সহ জেলা, উপজেলা ও পৌরসভা নেতৃবৃন্দ।
বক্তারা কথিত নির্বাচনের নামে ক্ষমতা দখলকারী আওয়ামীলীগের দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। বক্তারা আরো বলেন বর্তমান জাতীয় সংকট নিরসন করতে হলে জাতীয় সরকার গঠন করতেই হবে। সভা পরিচালনা করেন উপজেলা জে.এস.ডি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদ উল্যা।
সভার শুরুতে দলের প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত সারাদেশে যত নেতা কর্মী বিভিন্ন আন্দোলন সংগ্রামে শাসকগোষ্ঠীর হাতে নিহত হয়েছেন এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মফিজুল ইসলাম।
Leave a Reply