রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:১৫ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
বিশ্ব নবি হযরত মুহাম্মদ (স.) এর বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে চাটখিল থানা পুলিশ রাহুল দাস (২৯) নামের এক হিন্দু যুবককে উপজেলার শাহাপুর বাজার থেকে শুক্রবার গ্রেফতার করেছে। এই ব্যাপারে চাটখিল থানায় মামলা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেট জেলার বিশ্ব নাথ উপজেলার পুরান দিঘিলির গ্রামের বক্ত দাসের ছেলে রাহুল দাস দীর্ঘদিন ধরে চাটখিলের শাহাপুর বাজারে কাপড় দোকানে চাকরি করে আসছে। সে গত কয়েক দিন ধরে তার সহকর্মীদের সাথে বিশ্ব নবি হযরত মুহাম্মদ (স.) এর বিরুদ্ধে বিভিন্ন অশ্লীল আপত্তিকর বক্তব্য প্রদান করে আসছে। এই বিষয়ে জানাজানি হলে স্থানীয় জনতা তাকে সকালে শাহাপুর বাজারে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে চাটখিল থানা পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার বিকেলে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply