সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫১ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
চাটখিল উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা গাজী মশিউর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুকে) মিথ্যা অপপ্রচার করার প্রতিবাদে গত শুক্রবার বিকেলে উপজেলার মল্লিকা দিঘীর পাড় বাজারে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
মানববন্ধন শেষে মুক্তিযোদ্ধা নুর নবী দপাদারের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, আওয়ামীলীগ নেতা তোহা মেম্বার, আব্দুর রশিদ, শাহ আলম শেখ প্রমূখ। বক্তারা মিথ্যা অপপ্রচারকারী ২নং রামনারায়নপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হারুন-অর-রশিদ বাহারকে রাজাকারের ছেলে আখ্যায়িত করে অবিলম্বে তাকে দল থেকে বহিষ্কার ও একজন বীর মুক্তিযোদ্ধাকে ভূয়া মুক্তিযোদ্ধা বলার অপরাধে তার বিচার দাবি করেন।
মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বৃহত্তর নোয়াখালী জেলার বি এল এফ কমান্ডার সাবেক সংসদ সদস্য মাহমুদুর রহমান বেলায়েতও অপপ্রচারকারী বাহারের বিচার দাবি করে বলেন গাজী মশিউর রহমান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আঞ্চলিক কমান্ডারের দায়িত্ব পালন করেছিলেন। তার মত মুক্তিযোদ্ধার বিরুদ্ধে এ মিথ্যা অপপ্রচার কোনভাবেই মেনে নেওয়া যায় না।
Leave a Reply