সোমবার, ২১ Jul ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিভাগের চেয়ারম্যান ড. এ এম শাহাবুদ্দিনের মাতা আয়েশা বেগম (৮২) নোয়াখালী জেলার সফল জননী পদক নারী ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন। আয়েশা বেগম নোয়খালী জেলার চাটখিলের পশ্চিম দেলিয়াই গ্রামের মুন্সি বাড়ির মৃত মোহাম্মদ আলীর স্ত্রী।
তাকে সোমবার সকালে নোয়খালী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠান জেলা মহিলা ও শিশু অধিদপ্তরের সহকারী পরিচালক কামরুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান করেন জেলা প্রশাসক তন্ময় দাস। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইসরাত সাদমিন, আয়েশা আক্তারের ছেলে ড. এ এম শাহাবুদ্দিন প্রমূখ।
তাছাড়া দুপুরে শ্রেষ্ঠ জননী হিসেবে চাটখিল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়েশা বেগমকে সম্মাননা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম সম্মাননা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ আহম্মদ, চাটখিল প্রেসকাবের সভাপতি মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক শোয়েব হোসেন বুলু, আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক সুমন আহম্মেদ প্রমূখ।
Leave a Reply