রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:০৩ পূর্বাহ্ন
প্রতিবেদক: বৃহত্তর নোয়াখালীর সামগ্রিক উন্নয়নে ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটির উদ্যোগে গতকাল মঙ্গলবার পল্টনস্থ রূপায়ন তাজ নোয়াখালী সমিতির কার্যালয়ে বৃহত্তর নোয়াখালীর উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও দৈনিক নোয়াখালী প্রতিদিনের সম্পাদক মো. রফিকুল আনোয়ার। আলোচনায় অংশ নেন বিকল্পধারা, বাংলাদেশের মহাসচিব লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) আব্দুল মান্নান, ফেনী-৩ আসনের সংসদ সদস্য লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী, ঢাকাস্থ নোয়াখালী সমিতির সভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ইস্কান্দর মির্জা শামীম, খন্দকার তারেক রায়হান, বদিউল আলম রাসেল ও সংগঠনের সাধারণ সম্পাদক এমএইচ রহমান ফুয়াদ।
সভায় বিকল্পধারা মহাসচিব মেজর (অবঃ) আব্দুল মান্নান এমপি বলেন, নোয়াখালী শুধু বিভাগ নয়, একদিন প্রদেশ হিসেবেই স্বীকৃতি লাভ করবে। বৃহত্তর নোয়াখালী পৃথিবীর অনেক দেশ থেকে বড়। তাছাড়া দেশের আর্থ-সামাজিক উন্নয়নে এতদঞ্চলের ভূমিকা অপরিসীম। তিনি নোয়াখালী অঞ্চলের ভাষাবাসীদের জন্য আলাদা বিভাগসহ নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটির ১১ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
সংসদ সদস্য মাসুদ উদ্দীন চৌধুরী তার বক্তব্যে বলেন, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটির ১১ দফা দাবি পর্যায়ক্রমে সংসদে উত্থাপনের মাধ্যমে বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটির দাবিসমূহ বাস্তবায়নে ব্যাপক প্রচার-প্রচরণার মাধ্যমে বৃহত্তর নোয়াখালীর সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করার আহ্বান জানান।
নোয়াখালী জেলা সমিতির সভাপতি মোহাম্মদ শাহাব উদ্দিন, বৃহত্তর নোয়াখালী ১৩ সংসদ সদস্যকে এতদঞ্চলের সামগ্রিক উন্নয়নের মাস্টার প্লান প্রণয়নের আহ্বান জানান। তিনি বলেন, নোয়াখালীর কৃতি সন্তান ওবায়দুল কাদের এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড করেছেন। অসমাপ্ত কর্মকান্ড নিয়ে সম্মানিত সংসদ সদস্যরা তার সাথে যোগাযোগ রেখে পর্যায়ক্রমিকভাবে সমস্ত দাবি-দাওয়া আদায় করে নেওয়া সম্ভব।
সভাপতির বক্তব্যে মো. রফিকুল আনোয়ার বলেন, নোয়াখালীর বিভিন্ন উপজেলাকে বিভাজন করে আরও ৭টি উপজেলা সৃজনের মাধ্যমে একটি নতুন জেলা গঠন করতে হবে। নবগঠিত জেলাসহ বৃহত্তর নোয়াখালীর ৩টি জেলা নোয়াখালী বিভাগ বাস্তবায়ন, ফেনীতে একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপন, লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাটে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত নৌ-বন্দর বাস্তবায়ন, লক্ষ্মীপুর-ঢাকা সদরঘাট রুটে লঞ্চ চালু, ফেনী-নোয়াখালী-লক্ষ্মীপুর রেল লাইন নির্মাণ, নোয়াখালীতে একটি আন্তর্জাতিকমানের বিমান বন্দর স্থাপন, নোয়াখালীতে একটি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ক্যাডেট কলেজ স্থাপন, ’৫৪ সাল পূর্ব নোয়াখালীর স্বন্দীপকে নেয়াখালীর সাথে একত্রীভূতকরণ, ফেনীর বিলোনিয়ায় স্থলবন্দর চালু, লক্ষ্মীপুর-চৌমুহনী চৌরাস্তা সড়ক চার লেনে উত্তীর্ণকরণসহ হাতিয়ার চেয়ারম্যান ঘাট পয়েন্টে সমুদ্র বন্দর স্থাপন করতে হবে। তিনি গোলটেবিল বৈঠকে বিপুল সংখ্যক বৃহত্তর নোয়াখালীবাসীর অংশগ্রহণে ধন্যবাদ জানান।
Leave a Reply