সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৬ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
চাটখিল পৌরশহরের আজিজ সুপার মার্কেটের ৩য় তলায় ফারহানা আবাসিক হোটেলে এক স্কুল ছাত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ঐ ছাত্রীর বড় বোন শারমিন আক্তার রিমা বাদী হয়ে এক মহিলাসহ তিন বখাটে যুবকের বিরুদ্ধে গত বুধবার রাতে চাটখিল থানায় মামলা দায়ের করেছেন। চাটখিল থানা পুলিশ রাতেই দুই আসামী পিংকি আক্তার জুসি ও ফিরোজকে গ্রেফতার করেছে।
থানায় দায়ের করা মামলার বিবরণে জানা যায়, পৌর শহরের সুন্দরপুর আবদুল হামিদ সারেং বাড়ীর ঐ স্কুল ছাত্রী ভীমপুর হাইস্কুলের ৮ম শ্রেণির ছাত্রী। একই বাড়ীর ফিরোজের স্ত্রী পিংকি আক্তার জুসি (২৫) ও আলমের ছেলে ফিরোজ (৩৩) প্রতারণার মাধ্যমে কৌশল করে ঐ ছাত্রীটিকে গত বুধবার দুপুরে ফারহানা আবাসিক হোটেলে নিয়ে যায়।
সেখানে আগে থেকে হোটেলের একটি কক্ষে ওৎ পেতে থাকে পানিজা পাড়া গ্রামের খোরশেদ আলমের বখাটে ছেলে জাবেদ (৩৩) ও তার সহযোগী কুন্ডিস পাড়া গ্রামের আহম্মদ উল্যার ছেলে ওমর ফারুক (৩৪)। ওমর ফারুক ঐ ছাত্রীটিকে কক্ষে ঢুকিয়ে তারা ৩ জন সটকে পড়ে। জাবেদ ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়ে ছাত্রীটিকে জোরপূর্বক বিবস্ত্র করে ধর্ষনের চেষ্টা চালায়। ছাত্রীটির আত্মচিৎকারে আশেপাশের লোকজন এসে ছাত্রীটিকে উদ্ধার করলেও সন্ত্রাসী বখাটে জাবেদ পালিয়ে যায়।
স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন, ফারহানা হোটেলে অসামাজিক কার্যকলাপ ও মাদক সেবীদের নিয়মিত আড্ডা জমে।
চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, গ্রেফতারকৃত পিংকি আক্তার জুসি ও ফিরোজকে বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply