বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
গত বুধবার সকালে চাটখিল পৌর শহরের ‘লয়েড স্কলার ইংলিশ মিডিয়াম স্কুল’ এর বার্ষিক পুরষ্কার বিতরণ ও এডভোকেট মোঃ হোসেন ফাউন্ডেশন বৃত্তি প্রদান উপলক্ষে স্কুলের মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক তহিদুল আনোয়ার সভায় সভাপতিত্ব করেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, চাটখিল প্রেসকাব সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমান, সাবেক ব্যাংক কর্মকর্তা গোলাম মোস্তফা সেলিম, স্কুলের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ হোসেন পিন্টু, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাহাদাত হোসেন, একাডেমিক সুপার ভাইজার আমজাদ হোসেন, সাংবাদিক মুক্তার হোসেন, স্কুল শিক্ষক মারজাহান আক্তার, নাজিম উদ্দিন প্রমূখ।
সভা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয় এবং ৪র্থ শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ১২ জন মেধাবী শিক্ষার্থীকে এডভোকেট মোহাম্মদ হোসেন ফাউন্ডেশন এর পক্ষ থেকে বৃত্তি প্রদান করা হয়।
Leave a Reply