সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০১ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
গত বুধবার রাতে চাটখিল উপজেলার ৬নং পাঁচগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুনের নিজ ভাওর গ্রামের বাড়ির রাস্তার পাশে ঝোপের ভিতর থেকে অজ্ঞাত পরিচয়ের এক নব জাতককে উদ্ধার করা হয়। নবজাতক কন্যা শিশুটি বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।
ইউপি চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুন জানান, বুধবার রাত ৯টার দিকে শিশুটির কান্না শুনতে পেয়ে পথচারিরা চেয়ারম্যানকে ডেকে নিয়ে আসে। তখন তিনি নিজে ঝোপের ভিতর থেকে শিশুটিকে উদ্ধার করে প্রথমে কাচারী বাজার কিনিকে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। শিশুটির চিকিৎসার যাবতীয় খরচ এবং তাকে পরিচর্যা করার জন্য চেয়ারম্যান সকল ব্যবস্থা গ্রহণ করেন।
বৃহস্পতিবার বিকেলে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাক্তার খলিলের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান শিশুটিকে আইসিইউতে রাখা হয়েছে, সে এখনও আশঙ্কামুক্ত নয়।
Leave a Reply