সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:০৮ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
চাটখিল উপজেলার বে-সরকারি কলেজগুলোতে এইচ.এস.সি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এতে করে দরিদ্র অভিভাবকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। অনেকে ধার-দেনা করে এমনকি কিস্তিতে ঋণ নিয়ে শিক্ষার্থীদের ফরম পূরণ করতে বাধ্য হচ্ছেন। এইগুলো দেখার মতো কেউ নেই।
খোঁজ নিয়ে জানা যায়, শিক্ষাবোর্ড কর্তৃক নির্ধারিত ফি মানবিক ও বাণিজ্য বিভাগের জন্য ২ হাজার ৮৫ টাকা এবং বিজ্ঞান বিভাগের জন্য ২ হাজার ৫শত ৫ টাকা। কিন্তু কলেজগুলো রশিদে এবং বিনা রশিদে বিভিন্ন খাত দেখিয়ে দ্বিগুণেরও বেশি অর্থ আদায় করছে। এইক্ষেত্রে চাটখিল মহিলা কলেজ সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে।
চাটখিল মহিলা কলেজ মানবিক ও বাণিজ্য বিভাগে ৬ হাজার ২ শত টাকা এবং বিজ্ঞান বিভাগে ৬ হাজার ৮শ টাকা, খিলপাড়া আবদুল ওয়াহাব কলেজ সকল বিভাগে ৫ হাজার ৭শ টাকা এবং সোমপাড়া কলেজ মানবিক বিভাগে ৪ হাজার ৬শত ৫০ টাকা, বাণিজ্য বিভাগে ৪ হাজার ৭শত ৫০ টাকা এবং বিজ্ঞান বিভাগে ৫ হাজার টাকা আদায় করছে। এছাড়া ভীমপুর কারিগরি কলেজ এবং শোল্যা কারিগরি কলেজেও ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক আক্ষেপ করে বলেন, যেখানে সরকার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা করছে সেখানে এইসব বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়ম-নীতি উপক্ষো করে এবং শিক্ষাবোর্ড এর নির্দেশ অমান্য করে তাদের ইচ্ছা অনুযায়ী অতিরিক্ত অর্থ আদায় করে নিচ্ছে। এই ব্যাপারে অভিভাবকরা যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
শিক্ষার্থীদের ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের ব্যাপারে চাটখিল মহিলা কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, কলেজ পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক গত কয়েক বছর থেকে এই নিয়মে টাকা আদায় করা হচ্ছে।
Leave a Reply