সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৮ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
গত রোববার গভীর রাতে চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ১৬ মামলার আসামী মনির হোসেন (৪০) ওরপে কসাই মনির নিহত হয়েছে। এ সময় পুলিশের ৩ কর্মকর্তা আহত হয়েছেন বলে পুলিশ দাবী করেছে।
থানা সূত্রে জানা যায়, গত রোববার রাত ১০টায় বেগমগঞ্জ পৌর এলাকা থেকে বেগমগঞ্জ থানা পুলিশ মনিরকে আটক করে। খবর পেয়ে চাটখিল থানা পুলিশ মনিরকে চাটখিল নিয়ে আসে। পরে পুলিশ মনিরকে নিয়ে রাত সোয়া ১২টার দিকে উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামে অস্ত্র ও মাদক উদ্ধারের অভিযানে যান। পুলিশ জানায় ঐ স্থানে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশের ওপর গুলিবর্ষণ করলে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এ সময় কসাই মনির পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় এবং পুলিশের ৩ কর্মকর্তা এস আই কৃষ্ণ কুমার দাস, এ এস আই আব্দুল ওয়াদুদ ও এ এস আই এমরান আলী আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি দেশীয় এলজি, ৪ রাউন্ড কার্তুজ ও ৫০ পিচ ইয়াবা উদ্ধার করে।
নিহত মনির পরকোট গ্রামের কবির বাড়ীর নুরুজ্জামানের ছেলে। সে দীর্ঘদিন থেকে মাদক, হত্যা, ডাকাতি, অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে ল²ীপুর, রামগঞ্জ, চাটখিলসহ বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে বলে জানা যায়।
চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, নিহত মনিরের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply