সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৬ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার দশঘরিয়া গ্রামের মাদক ব্যবসায়ী শিরিন আক্তার শিল্পী ওরফে শান্তা (২৭) এর অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার বিচার চেয়ে সোমবার দুপুরে চাটখিল থানায় দশঘরিয়া বাজারের দেড় শতাধিক ব্যবসায়ী অভিযোগ করেছেন। শান্তা দশঘরিয়া গ্রামের খালেদ মাহমুদ বাবরের স্ত্রী।
অভিযোগে জানা যায়, দীর্ঘদিন থেকে শান্তা দশঘরিয়া বাজার এলাকায় মাদক ব্যবসা, চুরি সহ বিভিন্ন অবৈধ এবং অনৈতিক কর্মকান্ড করে যাচ্ছে। এতে এলাকার যুবসমাজ বিপদগামী হয়ে পড়ছে। ইতোমধ্যে বাজারে সংঘটিত কয়েকটি চুরির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে শান্তা ও তার স্বামী খালেদ মাহমুদ বাবরের বিরুদ্ধে। গত কিছুদিন আগে একটি চুরির ঘটনা সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে খালেদ মাহমুদকে সনাক্ত করা হয়। এ ঘটনায় খালেদকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে চাটখিল থানা পুলিশ। বর্তমানে খালেদ জেলহাজতে রয়েছে। এ ঘটনার পর থেকে শান্তা বাজারে এসে ব্যবসায়ীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। এমনকি কয়েকজন ব্যবসায়ীর গায়ে হাত তোলে। শান্তার অন্যায়ের প্রতিবাদ করলে প্রতিবাদকারীকে যে কোন ভাবে হেনেস্থা করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে থাকে।
দশঘরিয়া বাজারের ব্যবসায়ী সমিতির আহবায়ক নাছির উদ্দিন বক্শী জানান, তারা শান্তার এসব অবৈধ এবং অনৈতিক কর্মকান্ড থেকে তাকে ফেরাতে কয়েকবার চেষ্টা করে ব্যর্থ হয়ে থানায় অভিযোগ করতে বাধ্য হন।
এ ব্যাপারে চাটখিল থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, অভিযোগটি খতিয়ে দেখা হবে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply