সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১১ পূর্বাহ্ন
গুলজার হোসেন সৈকত, চাটখিল (নোয়াখালী):
চাটখিল পৌরসভার দশানী টবগা গ্রামের তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯) যৌন হয়রানির দায়ে ঐ গ্রামের আব্দুল করিমের ছেলে নুরুল হুদা (৩৫) কে ১ মাসের কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের প্রধান উপজেলা নির্বাহী অফিসার মো. দিদারুল আলম জানান, গতকাল বুধবার দুুপুরে স্কুল ছাত্রীটি নতুন বই নিয়ে বাড়ি ফেরার পথে বেলুন বিক্রেতা নুরুল হুদা তাকে যৌন হয়রানি করতে থাকে। এ সময় স্থানীয় জনতা তাকে হাতে নাতে ধরে আটক করে রাখে।
খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের প্রধান উপজেলা নির্বাহী অফিসার মো. দিদারুল আলম পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে উপস্থিত লোকজনের সাক্ষ্য প্রমাণে তাকে দোষী সাব্যস্ত করে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন।
বুধবার বিকেলে তাকে জেলে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply